বাংলাদেশের পর্যটন শিল্পের মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি নিয়ে জেলা পর্যায়ে বেসরকারি ও পর্যটন অংশীজনের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বরসা রিসোর্ট’র পরিচালক একেএম আনিছুর রহমান, কষ্ঠশিল্পী শামিমা পারভীন রত্মা প্রমুখ। সভা পরিচালনা করেন আইপি গ্লোবাল’র প্রতিনিধি ও পরিকল্পনাবিদ আবু সুুফিয়ান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ‘পর্যটন শিল্পে সম্ভাবনাময় একটি জেলা সাতক্ষীরা। ভৌগলিক অবস্থানের মাধ্যমে বোঝা যায় এটি কতটা সম্ভাবনাময়। মহা পরিকল্পনার মাধ্যমে সাতক্ষীরা জেলাকে সেরা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। ইতিমধ্যে কপোতাক্ষ, বেত্রাবতী, মরিচ্চাপসহ বিভিন্ন নদীর পার্শ্ববর্তী ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। ইকো পার্কগুলো আরো সমৃদ্ধ করতে আমরা কাজ করছি। সুন্দরবনের ভিতরে না গিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
খুলনা গেজেট/ টি আই