খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মোঃ ইউছুফ নামের এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ইউছুফ নাইক্ষ্যংছড়ির ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নো ম্যানস ল্যান্ডের ৪৭নং পিলার এলাকায় গবাদিপশু বিচরণ করলে গেলে ইউছুফকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তবাসী বলছে, সন্ধ্যায় ইউছুফকে ধরে নিয়ে যাওয়ার আগে বিকেলে হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখেছিল মিয়ানমার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ‘এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

এদিকে ঘটনার পর বিজিবি’র পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিজিবি’র দায়িত্বশীল কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি। (সূত্র : এনটিভি)

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!