জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে সুবিধা পাচ্ছে দল। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোই জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি দলটিও আগের দুই ফরম্যাটের থেকে আলাদা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে দুই দল। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের ইনিংসকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম ১০ ওভার ও এর পরের অংশ। প্রথম ১০ ওভারে ওপেনার রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান জমা করে জিম্বাবুয়ে। তবে ১১তম ওভারের প্রথম বলেই চাকাভা রান আউট হলে পাল্টে যায় খেলার চিত্র। স্বাগতিক ব্যাটসম্যানদের আর খোলস ছেড়ে বের হতে দেননি বাংলাদেশি বোলাররা। উইকেটে থিতু হওয়ার আগেই ফিরিয়েছেন সিকান্দার রাজা, রায়ান বার্লদের। এতে পরে আর মাত্র ৬২ রান তুলতে পারে স্বাগতিকরা।