শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ যুব দল। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা টপকে সুপার সিক্সে খেলার দৌড়ে ভালোভাবে টিকে থাকতে তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে টাইগার যুবাদের। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাঁহাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পরও ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে তারা। ৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ।
জয়ের জন্য ২৫২ রানের জবাবে ৩৮ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ১২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। কিন্তু আরিফুল ৪১ ও শিহাব ৫৪ রানে ফেরার পর, বাংলাদেশের আর কোন ব্যাটার দলের হাল ধরতে পারেনি। ফলে ২৫ বল বাকি থাকতে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ৮৪ রানে হারলেও আয়ারল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সুপার সিক্সে যেতে হলে এই ম্যাচে রাব্বিদের জয় পাওয়াটা খুব জরুরি।
খুশির খরব হলো, বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আয়ারল্যান্ড যুবাদের। আগের সাতবারের মুখোমুখি সব কয়বারই জিতেছে বাংলাদেশ। যদিও ১৪ বছর ধরে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়নি। সবশেষ ২০১০ সালে নেপিয়ারে খেলেছিল তারা। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৯৫ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস -১ এ সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা। এছাড়া মোবাইলে ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ একাদশ : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।
খুলনা গেজেট/এনএম