আমাদের এক বড় বাবু নামটি যে তাঁর বস,
কাজ নেই কিছু কাম নেই কিছু আছে শুধু রস।
পাড়ার যত মানুষ আছে বাসে তাঁরে ভালো,
ছড়াটি যে আজ তাঁর জন্যই নতুন লেখা হলো।
মোড়ের মাথায় একা একা থাকেন তিনি বসে,
তাঁরে দেখে হান্নান চাচা মজা করে এসে।
পাড়ার যত ছেলে-পেলে গিয়ে বসে পাশে,
মজার ছলে ঠাট্টা করে মিটমিটিয়ে হাসে।
রাস্তার যত ভ্যান ওয়ালা সব ম্যাভাই বলে ডাকে,
রাগ হলে তাঁর ভ্যান ওয়ালাদের সমানে যায় বকে।
গ্রামের যত ছেলেপেলে জড়ো হয়ে দেখে,
বসের মাথায় রাগ চড়েছে এই বলে সব হাঁকে।
রতন মল্যা এসে বলে ‘বসের মোড়’ নাকি তার,
এই শুনে যে বসের মাথায় রাগ উঠে যায় আবার।
পাড়ার সাবার বড় তিনি প্রিয় পাত্র সবার,
তাইতো আমি চেষ্টা করলাম বসের কথা বলার।
খুলনা গেজেট/এনএম