খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুভাষ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-এ ভূষিত হয়েছেন।

সোমবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবতরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে সম্মাননা স্মারক, সনদ এবং প্রাইজ মানির চেকও প্রদান করা হয়।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড এর আহবায়ক সায়েম সোবহান আনভীর ও সুধীজনরা।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জনকারী সাতক্ষীরার সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের এভাবে মূল্যায়ন করা হলে তারা আরও বেশী অনুপ্রাণিত হতে পারেন। আমি এই অ্যাওয়ার্ড পেয়ে নিজেই উজ্জীবিত হয়েছি এবং আমার কর্মপ্রেরণা আরও বেড়ে গেল। বসুন্ধরা গ্রুপের এ ধরনের উদ্যোগ দেশের গুণী সাংবাদিক বাছাই করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার ধারণা। পুরস্কার পাওয়ার জন্য নয়, নতুন প্রাণশক্তি নিয়ে আমরা আরও এগিয়ে যাবার সাহস খুজে পেয়েছি।

প্রসঙ্গতঃ তৃণমূল পর্যায়ের একজন সাংবাদিক হিসাবে সুভাষ চৌধুরী গত প্রায় অর্ধ শতাব্দী যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে টানা ৩৮ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

ক্ষুরধার লেখনীর অধিকারী এই গুণী সাংবাদিক গণমাধ্যম জগতে প্রবেশ করে দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা ও ভোরের কাগজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাতক্ষীরার ‘ইসলামপুর চরে লাঠিয়াল বাহিনীর সন্ত্রাস’ লিখে দেশখ্যাত হয়ে ওঠা এই সাংবাদিক প্রভাবশালীদের রোষানলে পড়ে কারাবরণ করেছেন। বর্তমান সময়ে বয়সের ভার ও শারীরিক নানা জটিলতা তার লেখনী শক্তিকে এতটুকু দমাতে পারেনি। তিনি সাড়া জাগানো অগণিত রিপোর্ট করে নিজেকে সাংবাদিকতায় একজন অপরিহার্য ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ৭৪ বছর বয়সী এই সাংবাদিক নিজেই গড়ে তুলেছেন একটি তথ্য ভান্ডার। একারণে তিনি সাতক্ষীরায় চলমান ডিকশনারী বা ডায়েরি হিসাবে পরিচিতি লাভ করেছেন।

এই প্রবীণ সাংবাদিক সাতক্ষীরার একাধিক দৈনিকের জন্মলগ্ন থেকে তাদের প্রতিষ্ঠিত হওয়ার কাজে সফল ভূমিকা রেখেছেন। এখন তিনি ঢাকার গণমাধ্যমে প্রতিনিধিত্ব করা ছাড়াও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের দৈনিক সংবাদপত্রে নিয়মিত কলাম লিখে জনপ্রিয়তা লাভ করেছেন। নির্ভীক, সত্যনিষ্ঠ এবং সাহসী প্রতিবেদন লিখে তিনি সামাজিক অপশক্তির প্রতিরোধের মুখে পড়েও ক্ষান্ত হননি। তার হাত ধরে বহু সাংবাদিক নিজেদের দাঁড় করাতে পেরেছেন।

সাংবাদিকতাকে আপন প্রাণশক্তি হিসাবে ধরে নিয়ে তার লেখনীর মাধ্যমে তিনি সমাজের সকল ইতিবাচক ও নেতিবাচক চিত্র ধারণ করেছেন। এতে তিনি বারবার প্রশংসিত হয়েছেন। বহু গুনের এই সাংবাদিক সাতক্ষীরার প্রেক্ষাপটে লাভ করেছেন জেলা কবিতা পরিষদ পুরস্কার, জেলা সাহিত্য পুরস্কার, জেলা শিল্পকলা একাডেমী পুরস্কারসহ নানা সম্মাননা। তার প্রতিবেদনে উঠে এসেছে সমসাময়িক রাজনীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, সীমান্তে চোরাচালান, দুর্যোগ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি, জলাবদ্ধতা এবং দুর্নীতির পাশাপাশি দেশের উন্নয়ন, নির্বাচন, যাপিত জীবন, শিক্ষা, কৃষি, নারীর ক্ষমতায়ন এবং অপার সম্ভাবনার বহুমুখী চিত্র।

অনুসন্ধানী ব্যাখ্যামূলক প্রতিবেদন খাড়া করতে তিনি এখনও শহর ছেড়ে গ্রামাঞ্চলে যেয়ে খবরের ওপর অনুসন্ধান চালিয়ে থাকেন। এভাবেই তিনি সামাজিক জীবনকে সামনে তুলে এনেছেন।

এদিকে প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় সাতক্ষীরার সাংবাদিক ঐক্য নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!