গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অবস্থিত শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে নিজস্ব বাস দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তুু সকলকে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্ট করে শুধু মাত্র যারা নেগেটিভ তারাই যেতে পারবেন।
গোপালগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের তালিকা ডিসি অফিসে প্রেরণ করা হয়েছে এবং ডিসি অফিস থেকে জানানো হয়েছে ১৩ তারিখ থেকে প্রতিদিন প্রায় ১৫০ শিক্ষার্থীর স্যাম্পল সংগ্রহ করা হবে।
এদিকে এমন সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এবিষয়ে ইএসডির ২য় বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা জানান, আমি ভেবেছিলাম এবার ঈদে বাড়ি যেতে পারবো না, যাক ভালোই হলো বিশ্ববিদ্যালয়ের বাস পেয়ে, পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারবো ও একই সাথে নিশ্চিত হতে পারবো আমি করোনায় আক্রান্ত কিনা।
এ বিষয়ে উপাচার্য ড.এ কিউ এম মাহবুব বলেন, আটকে থাকা শিক্ষার্থীদের টেস্ট না করায় দিলে পজিটিভ নেগেটিভ মিলে সর্বনাশ হয়ে যাবে। এজন্য যারা নেগেটিভ শুধু মাত্র তারা যাবে। আর যদি কারোর পজিটিভ আসে তাহলে সেটা আমরা দেখবো কি করা যায়।
খুলনা গেজেট/এমএইচবি