গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বশেমুরবিপ্রবি কেন্দ্রে শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ। অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২,১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, প্রক্টর ড. কামারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদ ও ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এসজেড