খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

বশেমুরবিপ্রবি’তে তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

তরুণ লেখকদের সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ এর কেন্দ্রীয় নির্দেশনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২১-২২ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গত ২০ মার্চ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হােসেন আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশেমুরবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

১৫ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন কুমু ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ভেটেরিনারি মেডিসিন বিভাগের আর এস মাহমুদ হাসান মনোনীত হয়েছেন।

আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি জাওয়াদুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিনথিয়া সুমি, সহ সাংগঠনিক সম্পাদক মুহিববুল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান, অর্থ সম্পাদক রেহেনুমা সেহেলী কবির, দপ্তর সম্পাদক জান্নাতুল নাঈম, উপ দপ্তর সম্পাদক সাদিয়া আকতার মীম, সাহিত্য ও প্রচার সম্পাদক জুবায়েদ মোস্তফা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তানভীর আহমেদ, জহির রায়হান লিমন, সেলিম রেজা ও আখি দত্ত।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগানে ২০১৮ সালের ২৩ শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!