খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

বলিউডে কি আত্মপ্রকাশের সময় আমার, শাহরুখের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত

বিনোদন ডেস্ক

সম্প্রতি ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এরিক মাইকেল গারসেটি। মুম্বাইতে আসার পরই বিভিন্ন খ্যাতনামাদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। এবার দেখা করলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। নায়কের সঙ্গে বলিউড এবং বিশ্বজুড়ে এর সাংস্কৃতিক প্রভাব নিয়ে কথা বলেন এরিক।

মার্কিন এ রাষ্ট্রদূত সরাসরি বলি তারকার মন্নতে গিয়ে দেখা করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, শাহরুখ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রশ্ন রাখলেন—বলিউডে আত্মপ্রকাশের সময় হয়েছে কি তার?

হিন্দুস্তান টাইমসের খবর, রাষ্ট্রদূত এরিক টুইটারে লিখেছেন, ‘এটা কি বলিউডে আমার আত্মপ্রকাশের সময়? সুপারস্টার শাহরুখের সঙ্গে তার বাড়িতে আমার চমৎকার আলোচনা হলো। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুটা জেনেছি। বিশ্বজুড়ে হলিউড এবং বলিউডের বিশাল সাংস্কৃতিক প্রভাব নিয়ে কথা হয়েছে।’

এরিকের পোস্টে মন্নতের দুটি ছবি রয়েছে। যেখানে একটিতে তাকে শাহরুখের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। অপরটিতে মার্কিন রাষ্ট্রদূতের হাতে একটি হলুদ রঙের ফুটবল দেখা গেছে। আর শাহরুখকে একটি ফুল হাতা কালো টি-শার্টে ও কালো প্যান্টে দেখা গেছে। নায়কের হাতে একটি গলফ ক্যাপ। সঙ্গে তারকার ম্যানেজার পূজা দাদলানি ও স্ত্রী গৌরী খানও রয়েছেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত এরিক ভারতে আসার পর গুজরাটের আহমেদাবাদে সবরমতি আশ্রম পরিদর্শন করেছেন। মুম্বাইয়ে আসার পর মুকেশ আম্বানির সঙ্গেও দেখা করেছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন এরিক। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কাতার ও মোনাকোর রাষ্ট্রদূতদের কাছ থেকে প্রমাণপত্র গ্রহণ করেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!