খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অ‌ধিকারী বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ

রুহুল কুদ্দুস, সাতক্ষীরা

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ১৯৪৮ সালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা হামিজ উদ্দিন এবং মাতার নাম দেলজান বিবি। সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে তিনি এসএসসি এবং খুলনা কমার্স কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সাতক্ষীরার গণমানুষের অধিকার ও উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাতক্ষীরায় স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংষ্কারে ব্যাপক ভূমিকা রেখেছেন। জেলার ব্যবসা বাণিজ্যের প্রসারে তিনি ভূমিকা রেখেছেন। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি জনসেবায়।

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ বঙ্গবন্ধুর আহবানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে রিলিফ কমিটির চেয়ারম্যান এবং ১৯৭৩ সাল থেকে পরপর তিন মেয়াদে পারুলিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। মুনসুর আহমেদ ১৯৮৬ ও ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরপর দু’বার সাতক্ষীরা-৪ (দেবহাটা-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১১ সালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়ে পরবর্তী পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ১৯৮০ সালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। ১৯৮০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে মুনসুর আহমেদ এর নাম ঘোষণা করেন। ২০১৬ সালের ২১ মার্চ এই কমিটি অনুমোদন দেয়া হয়। এরপর ২০১৯ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এভাবে তিনি পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি হিসেবে দীর্ঘ প্রায় ৪০ বছর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!