খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার
  প্রাথমিকে ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল

বরিশালে সেরনিয়াবাতের বাড়িতেও চললো বুলডোজার

গেজেট ডেস্ক

বরিশালের কালীবাড়ি সড়কের বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাতের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা।

রাত সোয়া ১টার দিকে বুলডোজার চালিয়ে বাড়িটি ভাঙা শুরু করে তারা। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন নামেও এই ভবন পরিচিত।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাত। এরপর থেকে বাড়িটিতে থাকতেন তার ছেলে ও শেখ হাসিনার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ। তবে হাসানাতের বড় ছেলে সাদিক আব্দুল্লাহ রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনিই থাকতেন সেরনিয়াবাত ভবনে। ৫ আগস্ট সাদিক আব্দুল্লাহ পালিয়ে যান।

ওইদিন উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন দিলে সেখানে আটকা পড়ে সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেনসহ তিনজন নিহত হন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাত্র-জনতা কালীবাড়ি প্রবেশ করে। প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে জনতাকে শান্ত থাকার জন্য অনুরোধ করে। যদিও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে ঢুকে পড়ে।

এ সময়ে সমবেত জনতাকে আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

শিক্ষার্থী সাব্বির বলেন, বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আব্দুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্তানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্তানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

স্বপন নামে একজন বলেন, সাদিক আব্দুল্লাহর এই বাড়ি মানুষ শোষণের চিহ্ন। আমরা অভিশপ্ত এই বাড়ি আর রাখতে চাই না। ভেঙে গুড়িয়ে দিতে বরিশালের ছাত্র-জনতা এসেছে। সেনাবাহিনী আমাদের আটকাতে চেয়েছিল। তাদের বাধা টপকে আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আমরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!