খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ত্রাণ কমিটির নিকট খুলনা বিএনপির একাংশের নগদ অর্থ প্রদান

গেজেট ডেস্ক 

দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনার গঠিত ত্রাণ কমিটির আহবায়ক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি’র নিকট দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নগদ অর্থ হস্তান্তর করেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে এ কার্যক্রম সস্পন্ন হয়।

নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সকলকে এই দূযোর্গময় মূহুর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খুলনা বিএনপির গঠিত ত্রাণ কমিটির নিকট সকল শ্রেণিপেশার মানুষের সাধ্যানুযায়ী সাহায্য করার আহবান জানান।

নগদ অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মীর কায়ছেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, রফিকুল ইসলাম শুকুর, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, শেখ আবুল কালাম, জাফর হাওলাদার, আলমগীর ব্যাপারী, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, জাহিদুল ইসলাম জাহিদ, শামীম খান, হেদায়েদ হোসেন হেদু, মুন্সি আব্দুর রব, সেলিম বড় মিয়া, এ আর রহমান, আকবর হোসেন, কামরুল ইসলাম এরশাদ, কাজী হারুন অর রশিদ, হাসমত হোসেন, আতিকুল ইসলাম, মাসুদ রুমী, হাদিউজ্জামান, আরিফুর রহমান মন্টু, শেখ লাবু, আবুল বাসার আবু, ইকবাল ফকির, মুজিবর রহমান, গোলদার হোসেন, রায়জিদ, নাসির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, গোলাম কিবরিয়া, হোসেন সজল, শামীম রেজা, পিএম শহিদ, মো. পলাশ, মমিন গাজী, মো. জাহিদ, জামাল হোসেন, আব্দুল জব্বার সরদার, দুলাল হাওলাদার, কালু হাওলাদার, নাইমুল ইসলাম, সাইজুদ্দীন সাজু, আব্দুল হাই, ফারুক আকন, আসাদ প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!