খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

বন্ধ হয়ে যাচ্ছে ভাইস মিডিয়া, চাকরি হারাচ্ছেন শতাধিক সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

বন্ধ হতে যাচ্ছে ভাইস মিডিয়ার ভাইস ডটকম (Vice.com) নিউজ পোর্টাল। ফলে এর সঙ্গে কর্মরত শতাধিক সংবাদকর্মী চাকরি হারাতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্রুস ডিক্সন এ তথ্য জানিয়েছেন।

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে ফার্মটি দেউলিয়া ঘোষণা করে। পরবর্তীতে ফর্টনেস ইনভেস্টমেন্ট গ্রুপ একে কিনে নেয়। ডিক্সন বলেন, আমাদের ডিজিটাল কনটেন্টগুলো একটি প্রতিষ্ঠিত মিডিয়াকে দেওয়ার জন্য আমরা অংশীদার খুঁজছি।

ভাইস মিডিয়াগ্রুপের আর কিছু প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে- চ্যানেল ৪, লস অ্যাঞ্জেলস টাইমস, বিজনেস ইনসাইডর। এসব প্রতিষ্ঠান থেকে চলতি বছর কর্মী ছাঁটাই করা হয়।

ডক্সিন বলেন, আমাদের কোম্পানি ব্যবসা বিক্রি করে দিচ্ছে। ভাইস মিডিয়া বিশ্বের ৩০টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে।

১৯৯৪ সালে ফ্রিঞ্জ ম্যাগাজিন প্রতিষ্ঠিত করেন সেন স্মিথ, গেভিন এমসিইনস এবং সুরুজ আলভি। যাকে ভয়েজ অব মনট্রিয়াল নামে ডাক্তা হতো।

২০১৭ সালে কোম্পানিটির মূল্য ছিল ৫.৭ বিলিয়ন ডলার। এই মিডিয়া কোম্পানিটি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো লাখ লাখ তরুণদের তাদের কার্যক্রমের মাধ্যমে আকৃষ্ট করবে।

সূত্র : বিবিসি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!