পূজায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির সৌরভ দত্ত (২১) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিন জন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে তালা উপজেলার জালালপুরের তালা-মাগুরা সড়কের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।
আহতদের প্রথমে তালা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার সৌরভকে মৃত ঘোষণা করেন। নিহত সৌরভ কপিলমুনির প্রদীপ দত্তর ছেলে।
ঘটনায় আহতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিত দে’র পুত্র প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের পুত্র সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের পুত্র সোহাগ পাল (২৪)।
এদিকে সৌরভের আকষ্মিক মৃত্যুতে তার আত্নার শান্তিকামনা, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কপিলমুনি পূর্বপাড়া হরিসভা দূর্গাপূজা মন্ডপের নবমী ও বিজয়া দশমীর সকল প্রকার সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা বর্জন করা হয়েছে। স্বল্প পরিসরে শুধুমাত্র স্বার্ত্তিক পূজা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পূজা মন্দির কমিটির সভাপতি জগদীশ দে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, মন্দির কমিটির সভাপতি জগদীশ দে, সহ-সভাপতি সুদাম পাল, শিবু দত্ত, সাধারণ সম্পাদক দেবাশীষ দে, গৌরাঙ্গ দত্ত, হিমাদ্রী শেখর দে, জগদীশ ভৌমিক, কৃষ্ণেন্দু দত্ত, অভিজিৎ দেবনাথ, সুমঙ্গল দত্ত, বিপ্লব দত্ত, দেবদাস সেন, গনেশ দত্ত, জ্যেতি দে, মানিক আঢ্য, শুভঙ্কর দে সহ হরিসভা মন্দির কমিটির সকল পর্যায়ের নের্তৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিবার মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। একপর্যায়ে রাত ১ টার দিকে তারা তালা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে সৌরভের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। এছাড়া আহত সীমান্ত সিংহ (২৫), প্রদীপ দে (২৯) ও সোহাগ পাল (২৪) কে তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার আম্বিয়া সুলতানা।
আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম