ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের যে আলোচনা চলছে তা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই পক্ষই ইতিবাচক ফলাফলের জন্য দৃঢ় প্রত্যয়ী।
তিনি জানান, দুই দেশের মধ্যে এর আগে ইরাকের রাজধানী বাগদাদে তিন দফা আলোচনা অনুষ্ঠিত হলেও আরো আলোচনা হবে এবং এর ধারাবাহিকতায় চতুর্থ দফা বৈঠকে বসবে দুপক্ষ। তবে এ বৈঠকের দিন তারিখ এখনো ঠিক হয়নি, পরস্পরের সম্মতির ভিত্তিতে তা নির্ধারণ করা হবে।
ইরাকের একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, “আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কারণ আমরা দুই দেশই মুসলিম দেশ। আলোচনা এবং পরামর্শের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ইস্যুর সমাধান করা হবে।
তিনি আরো বলেন, যখনই দুপক্ষ ভালো কোনো ফলাফলে পৌঁছাতে পারবে তখনই তা জানিয়ে দেয়া হবে। রিয়াদ এবং তেহরানের মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠানের স্বাগতিক দেশ হওয়ার জন্য ইরাজ মাসজেদি ইরাককে ধন্যবাদ জানান। সূত্র : পার্সটুডে।
খুলনা গেজেট/কেএম