খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত : খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
  খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

বনানীতে নারীর ওপর হামলা ও বার ভাঙচুর, যুবদল নেতা বহিষ্কার

গেজেট ডেস্ক

রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল।

নারী নির্যাতনের এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তাঁর হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তাঁর পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাঁকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাঁকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। ভিডিওতে তখন ৮ থেকে ১০ জনকে দেখা যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তাঁরা চিৎকার করছিলেন। দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যাঁরা আক্রমণ করছিলেন তাঁদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেই একটি মামলা করেছে।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল।

যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মামলায় যা বলেছে হোটেল কর্তৃপক্ষ

হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বনানী থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলেন, গত সোমবার (৩০ জুন) রাত আটটার দিকে মনির (৪২) নামের এক ব্যক্তি এসে ভিআইপি কেবিন চান। কিন্তু কেবিনটি তখন অন্য অতিথির জন্য বরাদ্দ থাকায় তাঁকে সেটা দেওয়া সম্ভব হয়নি। পরে মনির সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় গ্রহণ করেন এবং ছাড় (ডিসকাউন্ট) দাবি করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ছাড় দিয়ে বিল গ্রহণ করে। এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান।

পরদিন ১ জুলাই রাত ৮টা ৪০ মিনিটের দিকে মনির ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢোকেন। তাঁরা ঢুকেই গ্লাস ছুড়ে ভাঙচুর শুরু করেন। এরপর চেয়ার, টেবিল, সিসিটিভি মনিটর, ক্রোকারিজসহ রেস্টুরেন্টের বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলেন। তাঁরা ক্যাশ কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার নিয়ে চলে যান।

অভিযোগে বলা হয়, রেস্টুরেন্টের কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের পিটিয়ে আহত করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে, বিষয়টি পুলিশকে জানালে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

ঘটনার পরে রেস্টুরেন্টের আহত কর্মীরা প্রাথমিক চিকিৎসা নেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে রেস্টুরেন্টের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপর বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়।

এজাহারে মনিরসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। আর ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে মামলায় বলা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!