খুলনার বটিয়াঘাটা উপজেলায় ফুলতলা গ্রামে শুক্রবার (১৯ আগস্ট) সকালে আবির রায় (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
বটিয়াঘাটা থানার পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, ফুলতলা গ্রামের পলাশ রায়ের পুত্র আবিরের সাথে কিসমত ফুলতলা গ্রামের সঞ্জয় কুমারের কন্যা বনশ্রী রাণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। শুক্রবার (১৯ আগস্ট) সকালে আবির অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বটিয়াঘাটা থানার ওসি মো: শাহ্জালাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। আবিরের স্ত্রীর সাথে দীর্ঘদিন কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানায়। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা সম্ভব নয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই