খুলনার বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো: করির মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে । তিনি ওই এলাকার মো: রাসেদ মোল্লার পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরোধীয় জমিতে সুফিয়া বেগম ও মো:কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ মনোমালিন্য চলে আসছিলো। শনিবার বেলা সাড়ে বারটার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুফিয়া বেগম (৫৫) এর কোঁদালের আঘাতে মো:কবির মোল্লা ঘটনা স্থলেই নিহত হয়। সে ঐ এলাকায় মৃত আশরাফ আলী লস্কর এর স্ত্রী।স্হানীয় জনতা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো:আলবি রনি, সহকারী পুলিশ সুপার সার্কেল মফিজুর রহমান, থানার ওসি রিপন কুমার সরকার ও ওসি তদন্ত সঞ্জয় কুন্ডু সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
এ ব্যপারে বটিয়াঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, ঘটনাস্তল থেকে আসামিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/কেডি