খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় ধর্ম বিষয়ক  সম্পাদক মোঃ ছাইফুর রহমান ছিন্টু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে গণতন্ত্রের মানষকন্যা, দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক বিপর্যয়ে বিশ্বের অনেক রাষ্ট্র যখন দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ তখন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর এসব সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব  ও সাহসিকতার  কারনে।  ফলে দেশ যখন সফলতার স্বর্ণশিখড়ে এগিয়ে যাচ্ছে বিএনপি- জামাত তখন নানান অপকৌকলে  লিপ্ত হচ্ছে।
মঙ্গলবার (২১ মার্চ) বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া বাজারে সুরখালী ও গংগারামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সুরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল রায়ের সভাপতিত্বে  সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য ডাঃ নাজমুল হক সজীব।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা  শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এসএম আজিজুর রহমান রাসেল, গংগারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী, সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, উপজেলা আওয়ামী লীগনেতা শেখ মোঃ ওয়াহিদুর রহমান,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা ও আওয়ামী লীগ নেতা সনেট মল্লিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজান এর পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এহেতাশমুল হক রেজা, রূপসা উপজেলার সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সরোয়ার হোসেন গহন, হাবিবুর রহমান,  মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবির মল্লিক, মোঃ ওহিদুজ্জামান, মোঃ মাহমুদুনবী মিল্টন,  মোঃ ইমরান হোসেন,  মোঃ সিরাজুল ইসলাম,  শিশির রায়,আবু সালে বাবু, মিঠুন ঘোষ, জাফর ইসলাম শান্ত,  শেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু, মহিউদ্দিন মনি, শামীম আক্তার রনি, শরিফুল ইসলাম সোহাগ, সুজন সেন, জিলানী ফারুক,  রুহুল কুদ্দুস চঞ্চল,  রাজু, আলিব, টিটু স্থানীয় আওয়ামীলীগনেতা গুনধর রায়, রুহুল আমিন মোল্লা,  রমেশ রায়, মুন্নাফ বিশ্বাস,  সেলিম শেখ, সরদার জাকির,  গাজী এনামুল হক,আব্দুর রউফ শেখ, জয়দেব রায়, শশাংক রায়, শেখ ইব্রাহীম,  রুদ্র হালদার,  উত্তম মন্ডল, সরদার আজগার আলী। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!