ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় মফিজুল ইসলাম (৩২) নামের আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বঙ্গোপসাগরে সুন্দরবন সংলগ্ন কালিরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে জেলেরা। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ জেলে নিখোঁজ রয়েছেন।
নিহত মফিজুল ইসলাম বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামের মোঃ রওশন আলী ছেলে। সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ট্রলার ডুবির ঘটনায় সুন্দরবনের কালিরচর এলাকা থেকে আরও এক দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরে লাশ ভাসতে দেখে বনবিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় সাগরে মাছ ধরতে থাকা অন্য জেলেরা লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও জেলেদের সহায়তায় ৮ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া সুন্দরবনের দুবলার জেলে পল্লীর দুইটি ও অন্যান্য জেলার ৫টিসহ মোট ৭টি মাছ ধরা ট্রলারের কোন সন্ধান এখনও মেলেনি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮টি মাছধরা ট্রলার ডুবে যায়। এসময় বেশকিছু জেলে নিখোঁজ হয়।