খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : আরও ২ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, বাগেরহাট

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৭ জনের মরদেহ উদ্ধার হল। জেলেরা জানিয়েছে এখনো নিখোঁজ রয়েছে আরও ৮ জন।

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে মাছ আহরিত অবস্থায় ২৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরদিন শনিবার ২ জনের মরদেহ উদ্ধার করে জেলে ও কোষ্ট গর্ডের সদস্যরা।

উদ্ধার অভিযানের চতুর্থ দিনে মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের ৬ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ভেসে উঠা আরও ২ জেলের লাশ উদ্ধার করেছে জেলেরা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন রুহুল হাওলাদর পিতা উকিল উদ্দিন, মহিদ মোল্লা পিতা ইউসুফ মোল্লা। উভয়ের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার বগা গ্রামে।

এখনও পর্যন্ত ৭ জেলের মরদেহ উদ্ধার হলো। আর নিখোঁজ ৮ জেলে ও ৭টি ট্রলারের কোন সন্ধান এখনো মেলেনি। নৌবাহিনীর একটি জাহাজ, কোস্টগার্ড ও সুন্দরবন বিভাগের ২টি নৌযান ও দুবলা শুটকী পল্লীর জেলেরা নিখোঁজ জেলে ও নিমজ্জিত ৭ ট্রলারের সন্ধানে সাগরে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় মোবাইলে এ তথ্য নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!