খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শিক্ষককে নিয়োগ

গেজেট ডেস্ক

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনায় এনটিআরসি নিবন্ধিত নতুন যোগদানকৃত পাঁচজন শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক  মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে নিয়োগপত্র প্রদান করেন গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট শাহ্ মামুনুর রহমান তুহিন। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতিম দাস, মোঃ লুৎফর রহমান, বিনোদ বিহারী বিশ্বাস, মুহাঃ আব্দুর রহিম, প্রীতিশ কুমার রায়, রেশমা খাতুন, মোঃ ওয়াহিদুর রহমান, মোঃ গোলাম রসুল, অভিজিৎ কুমার মন্ডল, মোঃ মারুফুল হক, মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ নতুন যোগদানকৃত শিক্ষক যথাক্রমে সুমন সরকার (আইসিটি), নুপুর পাল (গণিত), রুবাইয়া সুলতানা রুমা (ব্যবসায় শিক্ষা) আফসানা ইয়াসমিন (ইংরেজি), তহমিনা খাতুন (ভৌত বিজ্ঞান)।

প্রধান অতিথি তার বক্তব্যে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি  আগামীর প্রজন্মকে সার্বিক শিক্ষাদানের মাধ্যমে যোগ্য মানুষ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ, তাই যাতে যোগ্য মানুষ হিসেবে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে শিক্ষকরা যেন ভূমিকা রাখেন। – খবর বিজ্ঞপ্তির।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!