খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

বঙ্গবন্ধু রেলসেতুর পন্য নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

নিজস্বপ্রতিবেদক,বাগেরহাট

সিরাজগঞ্জের যমুনা নদীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারি নিয়ে মোংলা বন্দরে পৌছেছে পানামা পতাকাবাহী জাহাজ “এমভি জুপিটার”। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। এর আগে ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে এমভি কুই ইয়া শান জাহাজ।

বিদেশী জাহাজ এমভি জুপিটারের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং লিঃ খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, জাহাজটিতে আসা পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌছানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সরকারের নানা পদক্ষেপে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। যার কারণে দেশে চলমান নানা মেগা পুকল্পের পণ্য ও মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে আসছে। আশাকরি মোংলা বন্দরের এই পণ্য আসার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!