খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

বঙ্গবন্ধু গণপাঠাগারে যুবকরা স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন : মেয়র

বাগেরহাট প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘বঙ্গবন্ধু গণপাঠাগারে যুবকরা স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বই পড়ার মধ্য দিয়ে যুবকদের মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে সহায়ক ভূমিকা পালন করবে।’

শনিবার (দুপুরে) বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, বাইনতলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাইনতলা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে চাকশ্রী বাজারে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই গণ পাঠাগার করা হয়েছে। স্থানীয় জ্ঞান পিপাষুরা পাঠাগারে এসে বিনামূল্যে বই পরার পাশাপাশি প্রয়োজনে পাঠাগারের নিয়ম মেনে বই ধার নিয়ে বাড়িতে রেখেও পড়তে পারবেন। প্রত্যন্ত গ্রামের বাজারে পাঠাগার স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!