যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা জেলা পর্যায়ে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা।
বুধবার (১৬ জুন) খুলনা জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গ্রুপে ফাইনালে উন্নীত হয়েছে দাকোপ ও ডুমুরিয়া উপজেলা।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে বালক গ্রুপে প্রতিযোগিতার দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে দাকোপ উপজেলা। বালক গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে রূপসা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল।
এদিকে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে বালিকা গ্রুপে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে ডুমুরিয়া উপজেলা। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে বটিয়াঘাটা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের হয়ে পূজা ও সাদিয়া একটি করে গোল করেন। বটিয়াঘাটার হয়ে একটি গোল পরিশোধ করেন মঙ্গোলি।
দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলি পরিচালনা করেন সাইফুল ইসলাম, রিয়াজ আহমেদ, পূজা রায়, এনামুল হক, মিঠু, পারভেজ, সিদ্ধার্থ, অপূর্ব। ম্যাচ কমিশনার ছিলেন আমানত আলী হালদার। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান।
খুলনা গেজেট/এমএম