বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতি বিজড়িত বাগেরহাটের রামপাল উপজেলা। উপেজলার চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা পেল স্কুলের পোশাক। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র পক্ষে বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল এসব পোশাক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, যুবলীগ নেতা মেহেদী হাসান রাজু, মো. আল আমীন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালনা পর্ষদ সভাপতি সোহেল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত চন্ডিতলা মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছি এ বিদ্যালয়ের কোন শিক্ষার্থীর টাকার অভাবে লেখাপড়া বন্ধ হবে না। তবে সকল শিক্ষার্থীকে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে। মাদক ও ইভটিজিং যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
খুলনা গেজেট/ এসজেড