জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় মানুষ ছিলেন, কত বড় একজন নেতা ছিলেন সেটা আমরা সবাই জানি। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এঁর মধ্যে বাবার গুণাবলি ধারণ করেছিলেন। চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। পড়াশোনার বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে শেখ কামালের ছিল ব্যাপক আধিপত্য। তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা বঙ্গবন্ধুর মতোই শেখ কামালও ছিলেন একজন অত্যন্ত সাহসী মানুষ। ২৬ মার্চ ভোরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি তার মাকে লুকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে বাড়ি থেকে পালিয়ে যান। তার সাহসী চিন্তা-চেতনা, সাংগঠনিক দক্ষতা এবং বিচক্ষণতা তাকে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে তরুণ সমাজের কাছে এক অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।”
শনিবার (০৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর যুবলীগের উদ্দ্যোগে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবর্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, কাউন্সিলর আলী আকবর টিপু। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ড. বিশ্বাস শাহিন আহমেদ। উপস্থিত ছিলেন সরকারি মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বদিউজ্জামান, খুলনা শিক্ষক প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক শওকত হোসেন, সরকারি পিসি কলেজের সহযোগী অধ্যাপক মামুন কাদের, মহানগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড. আলামিন উকিল, আবুল হোসেন, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মোঃ রাশেদুল ইসলাম, মামুন কবির কচি, ইলিয়াস হোসেন লাবু, শওকত হাসান, হাসান শেখ, বাদল সিপাহি, ইমরুল ইসলাম রিপন, আনিসুর রহমান, ইউসুফ মোল্লা, ইব্রাহিম হোসেন তপু, হারুন অর রশীদ, রিয়াজ মাহমুদ চৌধুরী, জামাল শেখ, লাবু আহমেদ, অলক শীল, মুহিদুল ইসলাম শান্ত, জামিল আহমেদ সোহাগ, মোঃ ফরিদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মাসুদ পারভেজ, মশিউর রহমান, রফিকুল ইসলাম রফিক, সবুজ হাজরা, মেহেদী হাসান রাসেল, মহানগর ছাত্রলীগ নেতা, সোহেল বিশ্বাস, শেখ আসাদুজ্জামান বাবু, জববার আলী হিরা, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, রফিকুল ইসলাম, হিরন হাওলাদার, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, যুবনেতা আজগর বিশ্বাস, বিপ্লব ধর তত্ত¡ী, মোঃ সুমন হোসেন, খান মোহাম্মদ অপু, রাসেল শাখাওয়াত, মারুফ হোসেন সবুজ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি রফিকুল ইসলাম।
খুলনা গেজেট/কেডি