ফ্রান্স সরকারের মদদে রাসূল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মসজিদ বন্ধের প্রতিবাদে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন বাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বাঁকা বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়।
এম এ হাসিব গোলদারের নেতৃত্বে ও মোঃ আব্দুল জব্বার গাজীর সভাপতিত্বে এবং এস কে মহিববুল্লাহ, মুহা. আবু রায়হানের যৌথ পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাওঃ আজিজুর রহমান, হাফেজ ইকবাল হুসাইন, মাওঃ আব্দুল কুদ্দুস, শেখ মুহা. রোকনুজ্জামান, শেখ মোঃ ওয়াজেদ আলী, মুহা. ছাব্বির হোসাইন, মাওলানা হুমায়ন কবির, হাফেজ মাওলানা আমিনুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেব বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সকল তৌহিদী জনতাকে মুসলিম হিসেবে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি আঃ জব্বার গাজী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মুসলমান সেহেতু আমাদের দাবি সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন এবং দেশ বাসীকে ফ্রান্সের পন্য বর্জনের আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মাওঃ আব্দুল হামিদ সাহেব দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করেন। মিছিলে বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম