খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত
  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম
  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ফেসবুকজুড়ে গুজবের ছড়াছড়ি

গেজেট ডেস্ক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ‌‘ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন’- এমন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; যেটি আসলে গুজব। বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, এমনকি পত্রিকার নাম ব্যবহার করে ছড়ানো হচ্ছে এসব গুজব। অথচ সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। বিষয়টি যাচাই করে সংবাদের সত্যতা পায়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সম্প্রতি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন’ শীর্ষক তথ্য জাতীয় দৈনিক কালবেলায় প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। কালবেলার নামে প্রচারিত এই তথ্যটি মিথ্যা।

রিউমার স্ক্যানার অনুসন্ধান করে জানতে পেরেছে- লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সুরমা নিউজের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

তারা জানিয়েছে, সংবাদের বিষয়টি নিশ্চিত হতে তারা কালবেলার ওয়েবসাইট, গত কয়েক দিনের প্রিন্ট সংস্করণ এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেছে। কিন্তু এ ধরনের কোনো সংবাদ পায়নি।

এদিকে বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেছেন, ‌‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে তার নামে ছড়ানো খবরটি ভুয়া। তিনি এ ধরনের কোনো ফেসবুক স্ট্যাটাস দেননি।

 

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!