ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হয়।
সাকিবের ঘূর্ণিতে কাঁপছে উইন্ডিজ। নির্বাসনের পর নিজের ফেরার ম্যাচে আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে ঘরের মাঠে দেড়শ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ম্যাকক্যার্থিকে ফেরান সাকিব। আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে প্রথম উইকেট নেওয়ার পর পরপর দুই ওভারে তুলে নেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমা বোনারকে। এখন পর্যন্ত সাকিব পাঁচ ওভারে পাঁচ রান দিয়ে নেন তিন উইকেট। একটি ওভারে কোনো রানই নিতে পারেনি ক্যারিবীয়রা।
স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৯৭/৫ (২৫ ওভার)
অধিনায়ক জেসন মোহাম্মদ সাকিবের বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১৭ রান। নিজের পরের ওভারেই নতুন ব্যাটসম্যান বোনারকে লেফ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার। বোনার রিভিউ নিয়েই নিজের উইকেট বাঁচাতে পারেননি। চলমান ম্যাচসহ সাকিব ২০৭ ম্যাচে নিয়েছেন ২৬৩ উইকেট।