খুলনা, বাংলাদেশ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শব্দ দূষণের চূড়ান্ত বিধিমালা চলতি মাসে প্রকাশ : পরিবেশ উপদেষ্টা
  রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের জানাজা সম্পন্ন, দাফন হবে বনানী কবরস্থানে
  আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি : জামায়াত আমির

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’

বিনোদন ডেস্ক

ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এমন খবরের মধ্যেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, তাঁর নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ আগামী বছরই বাংলাদেশের দর্শকদের নিয়ে দেখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’। আমাদের ছবি সেই রিকশাচিত্র নিয়ে, আগামী বছর দেখতে পারব বাংলাদেশের সিনেমা হলে।” কবে মুক্তি দেওয়া হবে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে ‘রিকশা গার্ল’ নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশিচলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশে এখনও মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। অমিতাভ রেজা জানান, শুধু চলচ্চিত্র উৎসব নয়, ছবিটিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান। প্রস্তুতিও শুরু করেছেন। নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ছবিটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। ছবিটি দেশের মানুষকে দেখাতে চাই।’

‘নাইমা’ নামেএক কিশোরীর জীবনযুদ্ধঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমায়নাইমাচরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!