খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিলে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। কিন্তু করোনাভাইরাসের কারণে গত মার্চে ঘরোয়া সব খেলাধুলা স্থগিত করে দেয় সরকার। বৈশ্বিক এ মহামারির কারণে এ বছরও হচ্ছে না মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরটি আয়োজনে আশাবাদী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শেষ দিকে গেমসটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় বিওএর একটি সূত্র। গেমসের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য বৃহস্পতিবার বৈঠক করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

করোনাভাইরাস এখনও শেষ হয়নি। শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা খুব একটা কমেনি। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে কভিড-১৯ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাও মাথায় রাখতে হচ্ছে বিওএকে। এর আগে ঢাকাতেই গেমসের ৩১টি ডিসিপ্লিন আয়োজনের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এখন কিছু ডিসিপ্লিন ঢাকার বাইরে করতে চায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর করোনার কারণে বাংলাদেশ গেমসের উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান নাও হতে পারে। আপাতত মুজিববর্ষের কথা মাথায় রেখেই গেমসটি শেষ করতে চায় আয়োজকরা। যদি উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান না হয়, তাহলে বাজেটও কমে যাবে গেমসের। আগে গেমসটির বাজেট ছিল ৩০-৩৫ কোটি টাকা। তবে বাজেট কমলেও ডিসিপ্লিন বা ইভেন্ট কমানোর সম্ভাবনা নেই।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!