ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ নির্ধারণ হয়ে গেলো আজ রোববার। জমজমাট এক টুর্নামেন্টের ঝাঁজ পাওয়া যাচ্ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী আর মোহামেডান স্পোর্টিং ক্লাব একই গ্রুপে পড়ায়। ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের ১৩টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে এবার। আগামী ২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফুটবলের জমজমাট এ লড়াই।
এদিকে আজ রোববার দুপুরে বাফুফে ভবনে ‘লোগো উন্মোচন’ ও ড্র অনুষ্ঠান হয়। ‘এ’ গ্রুপে শেখ রাসেল ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাবকে নিয়ে ‘বি’ গ্রুপ। ‘সি’ গ্রুপে বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস। ‘ডি’ গ্রুপে আবাহনী ও মোহামেডানের সঙ্গী বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্পোর্টিং।
লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীএমপি সহ অন্য কর্মকর্তারা। ওয়ালটন গ্রুপে নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইউনুস চৌধুরী ও ১৩ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।