ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডানকে পাত্তাই দেয়নি আবাহনী লি:। চির প্রতিদ্বন্দ্বী আবাহনী তাদের গোলপোষ্টে ৩ বার বল প্রবেশ করালেও মোহামেডান চরম ব্যর্থ তার পরিচয় দিয়েছে। খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন ফুটবল পাগল দর্শকরা। প্রায় হাজার দুয়েক দর্শক মাঠে বসে উপভোগ করছেন আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই লড়াই।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে আবাহনী। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও আবাহনী পরে আরও একটি গোল দেয়। শেষ পর্যন্ত এই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।প্রথমার্ধের ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় নীল জার্সি ধারীরা। রায়হানের থ্রো থেকে হেডে বল জালে জড়ান দলটির আফগান ডিফেন্ডার মাসিহ সিগনাথ। এর চার মিনিট পরেই আরও একটি গোল পায় আবাহনী; এবার নায়ক জুয়েল রানা।
জীবন ক্রস ধরে বল বাই সাইকেল কিক নেন মাসিহ, তবে তা গোলরক্ষকের পাশে থেকেই হেড করে জালে জড়ান জুয়েল রানা। তৃতীয় গোলটি আসে ম্যাচের ৫৪ মিনিটের সময়। তৃতীয় গোলটিও আসে জুয়েলের পা থেকে।
আবাহনী দাপুটে খেলা খেললেও হতাশ করছে মোহামেডান। বল দখলের লড়াইয়ে পাত্তা পায়নি মোহামেডান। ম্যাচের ৫৯ ভাগ সময় বল ছিল জীবন-জুয়েলদের পায়ে। পুরো ম্যাচে মোট ১১টি শট নেয় আবাহনী। অন্যদিকে আবাহনীও ১১টি শট নেয়। তার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যের বাইরে!
খুলনা গেজেট/এ হোসেন