চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে জয় তুলে নেয় সাইফ স্পোর্টিং। নিজেদের ইতিহাসে এই প্রথম ফেড কাপের ফাইনালে জায়গা পেল দলটি।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। জয়ী দলটি ১০ জানুয়ারি সাইফের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল সাইফ স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে দলটি। গোল তিনটি করেন- এমানুয়েল আরিয়াচুকু, ইকেচুকু কেনেথ ও ইয়াসিন আরাফাত।
খুব বেশি বড় তারকা নেই দুই দলেই। তবে গ্রুপ পর্ব ও কোয়ার্টারের পারফরম্যান্স মূল্যায়ন করলে এ ম্যাচে সাইফ স্পোর্টিংই ছিল ফেভারিট। চার দলের ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়ে শেষ আটে উঠে দলটি। সেমির আগে চার ম্যাচে তাদের গোল ছিল ১২টি।
অন্যদিকে ৩ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর গোল ৩টি। তারা ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ম্যাচেও যার প্রতিফলন থাকল। সাইফ স্পোর্টিং দাপুটে জয় নিয়ে বাড়ি ফিরল।
এদিন ম্যাচের ৮ মিনিটে প্রথম লিড নেয় সাইফ। গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার আরিয়াচুকু। ৭১তম মিনিটে ইকেচুকু কেনেথের গোলে ব্যবধান দ্বিগুণ করে জোসেফ পুটের দল। শেষ দিকে ব্যবধান ৩-০ করেন ইয়াসিন আরাফাত।
প্রায় ২০ মিনিটের মতো চট্টগ্রাম আবাহনীকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। দলটির দিদিয়েরকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল।
খুলনা গেজেট/এ হোসেন