খুলনা, বাংলাদেশ | ১৩ ফাল্গুন, ১৪৩১ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি
  রাজধানীর পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে

ফুলের ভালোবাসায় সিক্ত হলেন মহানগর বিএনপির নব-নির্বাচিতরা

গেজেট ডেস্ক

তৃণমূল কাউন্সিলরদের গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে খুলনা মহানগর বিএনপি’র নব-নির্বাচিতদেরকে ফুলের ভালোবাসায় সিক্ত করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর আবার সন্ধ্যার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিট, ছাত্রদল, যুবদল, ড্যাব, বিএমএ, ধান-চাল ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।

এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আশাবাদ ব্যাক্ত করেন মনা-তুহিনের নেতৃত্বে খুলনা বিএনপি সু-সংগঠিত হবে। মৃতপ্রায় শিল্পনগরী খুলনা অতীতের ঐতিহ্য ফিরিয়ে অত্যাধুনিক শহরে পরিণত হবে।

জবাবে নব-নির্বাচিত বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর সকল ওয়ার্ড, থানা ও সর্বশেষ মহানগর বিএনপির সম্মেলন গনতান্ত্রিক পস্থায় শেষ করা সম্ভব হয়েছে। খুলনা মহানগর বিএনপিতে কোন ধরণের গ্রুপিং নেই-এখানে নেতৃত্বে প্রতিযোগীতা আছে। তারা সকলকে সাথে নিয়ে আগামীতে কাজ করবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সভাপতি পদে এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ নির্বাচিত হয়।

-খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!