খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

ফুলবাড়ীগেটে সাবেক এমপি মঞ্জুর গাড়ীতে হামলা-ভাংচুর 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু গাড়ীতে হামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকাল সোয়া ৫ টায় ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ জুলাই) ডাকবাংলা সোনালী ব্যাংক চত্ত্বরের খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট পুলিশ বক্স এলাকায় তিনি হামলার স্বীকার হন । নজরুল ইসলাম মঞ্জুর গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরের খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা এগিয়ে আসে। এ সময় পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পিছু হটে যায়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামের এক যুবদল কর্মীকে আটক করে। পরে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যোগদেন নজরুল ইসলাম মঞ্জু।

জানাগেছে, সোমবার (১৭ জুলাই) নগরীর ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রস্তুতি সভার আহবান করেন থানা বিএনপির সাবেক কমিটি। প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিকাল ৪ টার পর থেকে বিএনপির আহবায়ক কমিটির গ্রুপের নেতা-কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুরাতন টিটিসি কলেজ রোড (ফুলবাড়ীগেট দারোগা বাজার রোডে) অবস্থায় নেয়। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় উদ্দেশ্যে রওনা দেয়। বেলা সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্স এলাকায় তার গাড়ীটি পৌঁছালে একদল যুবক লাঠিসোঠা নিয়ে তার গাড়ীতে হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে পরে গাড়ীটি ঘিরে ফেলে লাঠিসোঠা দিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের পিছু হঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জুর সফরসঙ্গী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম হামলার কথা স্বীকার করে বলেন, খুলনার তারুণ্যের মহাসমাবেশ সফল করতে আমরা ফুলবাড়ীগেটে বিএনপির প্রস্তুতি সভায় যাচ্ছিলাম। আমাদের গাড়ীটি ফুলবাড়ীগেট পুলিশ বক্সের কাছে পৌঁছালে দলের বিপদগামী কর্মীরা কারও দ্বারা প্ররোচিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা সাবেক এমপির নতুন গাড়ীর সামনের এবং পেছনের গ্লাস ভেঙ্গে ফেলেছে। উপস্থিত কর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।

এদিকে হামলার ঘটনার পর উত্তেজনার মধ্যে ফুলবাড়ীগেটের প্রস্তুতি সভা সংক্ষিপ্ত করা হয়। বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে শুরু হয়। থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর।

প্রস্তুতি সভায় বিএনপি নেতা মতিয়ার রহমান, মুন্সি আব্দুর রব, আশরাফ ঢালী, আরিফুল ইসলাম মন্টু, মীর শাহাজাহান, মো. গোলজার, জামাল, আরিফুর রহমান, গাজী ফখরুল, কিবরিয়া মেম্বর মোল্যা সোলায়মান, মোল্যা লোকমান হোসেন, খলিলুর রহমান, জাহিদ, আক্কাস, নাসির উদ্দিন, আ. ওহাব, আব্দুল হালিম, খয়বার, রফিকুল ইসলাম সুজা, সৈয়দ মন্টু, ওবায়দুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। সভা শেষে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে খুলনা যশোর মহাসড়কে প্রচার মিছিল বের করে। এ সময় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, খানজাহান আলী থানা বিএনপির ব্যানারে ফুলবাড়ীগ্টে দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর গাড়ীটি ফুলবাড়ীগেট আসার পথে হামলার স্বীকার হয়। তিনি অক্ষত থাকলেও তার গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরপরই পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পলিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

খুলনা গেজেট/লিপু/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!