খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

ফুলবাড়ীগেটে মাস্ক না পরায় মোবাইল কোর্টের অভিযান

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণিতে বৃহস্পতিবার ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ জনকে অর্থদন্ড ও ৬ জনকে আটক করে। করোনাভাইরাস সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রসাশক মোঃ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর তত্বাবধানে নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম ও দেবাশিষ বসাক। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক সঙ্গে না থাকায় ১৫ জনকে অর্থদন্ড এবং ৬ জনকে আটক করা হয়। সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এ সকল জরিমানা ও আটক করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!