খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

ফুলতলায় সমাজসেবক মতলেব হোসেনের ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, করিমুনেচ্ছা মডেল স্কুল, লিটল এ্যাঞ্জেল কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শেখ মতলেব হোসেন (৬০) শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার বাদ জোহর পায়গ্রাম কসবা আনন্দ নিকেতন স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা আওয়ামী লীগ নেতা এড. তারিক হাসান মিন্টু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, জেলা জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব শাহিন, আঃ আলিম মোল্যা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, শওকত হোসেন, আ: মান্নান মহলদার, জাহাঙ্গীর মোড়ল, ইউপি সদস্য মাহমুদুর রহমান চয়ন, ব্যাংক কর্মকর্তা সৈয়দ হাসমত আলী হাসু, ইকবাল হোসেন, বণিক নেতা গাজী আবুল খায়ের আবু, ছাত্রলীগ নেতা এস কে সাদ্দাম হোসেন, আসলাম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আল মামুন হাওলাদার, সাইফুল ইসলাম প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!