জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা বাজারে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ১৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাগত ইউএনও সাদিয়া আফরিন। এ সময় মাছ বাজারে মাছে ফরমালিন বিরোধী অভিযান চালানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিৎ কুমার ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
খুলনা গেজেট/এনএম