মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে শনিবার সকাল ৯টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ভিডিও কসফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষনার পর উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে ২ শতক জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপকারভোগীদের মধ্যে মোঃ রইচ উদ্দিন মোড়ল, আলো শীল তাদের অনুভূতি ব্যক্ত করেন।
ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূইয়া শিপলু, শেখ আবুল বাশার, মাওলানা সাইফুল হাসান, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪টি ইউনিয়নের ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ঘর প্রদানের সনদ হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ টি আই