প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ বলেছেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও গৃহহীনদের মুখে হাসি ফুঁটাতে মহাপরিকল্পনা বাস্তবায়নে পর্যায়ক্রমে করে যাচ্ছেন। গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
সোমবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ধোপাখোলা পশ্চিমপাড়ার রোস্তম খার বাড়িতে ভূমি ও গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মাহাবুবুল আলম, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মনিরুল ইসলাম সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি নির্মাণাধীন ৩টি ঘর পরিদর্শন ও কাজের গুনগতমানে সন্তোষ প্রকাশ করেন।
খুলনা গেজেট/ এস আই