খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সানজিদা খাতুন (১৭) নামে এক কিশোরী। সে ফুলতলা উপজেলার জামিরা টুঙ্গীর খাল এলাকায় আকবর বিশ্বাসের কন্যা ও ফুলতলা সিরাতুন্নবী (সাঃ) মহিলা মাদ্রাসার মিশকাত জামাতের ছাত্রী।
সূত্র জানায়, শুক্রবার কিশোরী সানজিদা খাতুনের সাথে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের জনৈক রিয়াজের বিয়ের দিন ধার্য্য ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইউএনও খোশনূর রুবাইয়াৎ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন কে পাঠিয়ে বিয়ে বন্ধ এবং ওই কিশোরীর পিতা আকবর বিশ্বাসকে অফিসে এনে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
খুলনা গেজেট/ টি আই