জেলার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবায় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রায় শতাধিক মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল (ডিষ্ট্রিক্ট ৩১৫এ১ বাংলাদেশ) ফুলতলা ইউনিয়নের উদ্যেগে ৮ আগষ্ট শনিবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী এ্যাডভোকেট কাজী তারিক হাসান মিন্টু এবং পরিচালনা করেন আলহাজ্ব শেখ আশরাফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন লায়ন ডাঃ সাহানা রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন লায়ন এ্যাডভোকেট এম,এ আওয়াল রাজ, লায়ন এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
উপস্থিত ছিলেন লায়ন দিলানা নাসরিন, লায়ন মিস রুপা , লায়ন মেঘনা আক্তার, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন, কাজী খায়রুল ইসলাম, ইউপি সদস্য মাহমুদুর রহমান চয়ন, কাজী মামুন, লাভলু খাঁন প্রমুখ।
সভায় করোনা সংকটে বন্ধ হওয়া পায়গ্রাম কসবাস্থ লায়ন শিল্পী ডায়বেটিকস সেন্টারের কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবিদ হাবিব হতদরিদ্র ৩০ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
খুলনা গেজেট / এনআইআর