পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর নতুন দল আই এস এফ কার্যত বাম-কংগ্রেস জোটের সঙ্গেই গিয়ে আরো বৃহত্তর মহাজোটের বার্তা দিল। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে ৪০ টি আসন তাদের ছেড়ে দিল বাম-কংগ্রেস দুদিন বৈঠকের পর। এই মহাজোট আগামী বিধান সভা ভোটে ভাল ফল করবে বলে মহাজোট নেতারা আশাবাদী।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল মনে করছেন যে, এই মহাজোটের ফলে তৃণমূলের যে ভিত্তি ছিল সংখ্যালঘু ভোট তাতে ব্যাপক ধস নামবে। অন্যদিকে আদিবাসী-দলিতদের ভোট পুনরুদ্ধার হবে। এই মহাজোটের আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে যে মহাসমাবেশ হবে তাতে জনজোয়ার হবে।
ফুরফুরার আব্বাস সিদ্দিকীর দরবারে সব সম্প্রদায়ের মানুষ যান । এর ফলে পশ্চিমবঙ্গের ভোটব্যাঙ্ক এবার মহাজোটের ঝুলিতে আসবে। হিন্দু ভোট মেরুকরণের যে চেষ্টা বিজেপি করছিল, তাও মুখ থুবড়ে পড়বে। উল্লেখ্য, আব্বাস সিদ্দিকীর দল ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এফ তৈরি হয় এবছরের ২১ জানুয়ারি।
খুলনা গেজেট/কেএম