ফুটপথ দখলমুক্ত করতে খুলনা মহানগরীর খালিশপুরস্থ বিআইডিসি সড়কে উচ্ছ্বেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্না।
সিটি কর্পোরেশনের সহকারী এস্ট্রেট অফিসার (বৈষয়িক কর্মকর্তা) শেখ মাসুদ আলী জানান, ফুটপথে কাঠের ঘর, কাঠ, বালু ও মেশিনারীজ জিনিসপত্র রাখার অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে কিছু কাঠের খন্ড জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সম্পত্তি শাখার জিএম আনোয়ারুল ইসলাম ও ইমতিয়াজ উদ্দিনসহ কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/কেডি