খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে জাকের পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা হয়।

জাকের পার্টির বাগেরহাট জেলা সভাপতি খান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জাকের পার্টির বাগেরহাট জেলা সাধারন সম্পাদক মো. সাঈদুল ইসলাম, সাবেক সভাপতি মুন্সী বাদল রেজা, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান, কচুয়া উপজেলা জাকের পার্টির সভাপতি মো. তৌহিদুল ইসলাম মীনা, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মো. আবু তালেব প্রমুখ।

বক্তারা বলেন, ‘দখলদার ইসরায়েল মুসলিমদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। তাদের হিংস্রতায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মুসলিম হয়েও, গাজায় অসহায় মানুষদের সাহায্য করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা মুসলিমরা একটি দেহের মতো। তাই যখনই বিশ্বের কোথাও মুসলিমরা আঘাতপ্রাপ্ত হন, তখনই আমাদের দেহেও আঘাত লাগে। তাই সকল মুসলিমদের যে যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের সহযোগীতার আহবান জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিলে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে শেষ হয়। সেখানে মানববন্ধন করেন জাকের পার্টির নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে জাকের পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!