খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বর্ণিল আয়োজনে শেষ হল এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রায় অংশ নেন ২৮ জাতিগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

ফিলিস্তিনে ইজরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তেরখাদায় বিক্ষোভ

তেরখাদা প্রতিনিধি

ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তেরখাদা উপজেলাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর তেরখাদার সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপরে সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের সভাপতি মাও: ফুরকান আহমেদ কাশেমী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও: ফায়জুল্লাহ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও: আব্বাস আলী, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাও: আবু জাফর সিদ্দিকিসহ সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!