ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইজনে বিখ্যাত অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক এক মেয়রসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। মেয়রকে হত্যার উদ্দেশে রোববার সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
কুইজন শহরের পুলিশ প্রধান রেমাস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য গুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশি জিম্মায় আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কুইজন শহরের পুলিশ প্রধান।